Constitution
ধারা-১ : সংস্থার নাম :
এ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস্ অব বাংলাদেশ, সংক্ষেপে এপিবি।
ধারা- ২ : সংস্থার ঠিকানা :
বাড়ী নং- ১১, রোড নং-১০, ধানমন্ডি,ঢাকা – ১২০৫। (অস্থায়ী)
ধারা- ৩ : সংস্থার কার্যক্রম এলাকা :
ঢাকা জেলা। পরবর্তীতে নিবন্ধীকরণ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ ব্যাপি কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
ধারা- ৪ : ভাষা :
সমিতির ভাষা বাংলা ও ইংরেজী।
ধারা -৫ : সংস্থার আদর্শ ও ঊদ্দেশ্য :
এই সংস্থা বাংলাদেশের মেডিসিন ও সংশ্লিষ্ট বিষয়ের স্পেশালিষ্ট ফিজিসিয়ানদের একটি বেসরকারী স্বেচ্ছাসেবী অলাভজনক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান। একতা, শৃঙ্খলা ও সহযোগিতা মূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে সেচ্ছাসেবী কর্ম উদ্যোগের দ্বারা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের লোকদের জন্য আর্থ- সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা সহ অন্যান্য উন্নয়ন মূলক কার্য্যক্রম পরিচালনা করা।
ধারা -৬ : সংস্থার বিস্তারিত লক্ষ্য ও উদ্দেশ্য :
ক) বাংলাদেশের মেডিসিন ও সংশ্লিষ্ট বিষয়ের স্পেশালিষ্ট ফিজিসিয়ানদের মধ্যে একতা, সহযোগিতা, সংহতি,এবং সহমর্মিতার মনোভাব সৃষ্টি করা এবং বজায় রাখা।
খ) বাংলাদেশের মেডিসিন ও সংশ্লিষ্ট বিষয়ের স্পেশালিষ্ট ফিজিসিয়ানদের স্বার্থ, অধিকার এবং সুবিধাসমুহ সংরক্ষন ও বিকশিত করা এবং বাংলাদেশের স্পেশালিষ্ট ফিজিসিয়ানদের মর্যাদা এবং সম্মান সমুন্নত রাখা।
গ) বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সুবিধা এবং সেবার কার্যক্রম প্রসারণের লক্ষে সহযোগিতা করা।
ঘ) জনগনকে রোগ প্রতিরোধ এবং চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রদান করা।
ঙ) বাংলাদেশে চিকিৎসা বিষয়ক গবেষনার আয়োজন ও সহায়তা করা।
চ) একই লক্ষ্য উদ্দেশ্যের ধারক জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সাহায্য সহযোগিতা করা, সংযুক্ত হওয়া এবং ফেডারেশনে যোগদান করা।
ছ) উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সমিতির বিবেচনায় প্রয়োজনীয় এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে পত্রিকা,সাময়িকী, পুস্তক মূদ্রণ, প্রকাশন এবং প্রচারনার কাজ করা।
জ) মেডিসিন ও সংশ্লিষ্ট বিষয়ের স্পেশালিষ্ট ফিজিসিয়ানদের মধ্য থেকে বিশিষ্ট ব্যাক্তিদের কে সম্মাননা প্রদান করা।